শামীম খান গৌরীপুর থাকেঃ
করেনা ভাইরাস মোকাবেলায় গৌরীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকীম তাঁর নিজ ওয়ার্ডে বিনামুল্যে মাস্ক বিতরণ করে আসছেন। সর্বাত্মক কঠোর লকডাউনের প্রথম দিন থেকে তিনি এ ক্যাম্পেইন শুরু করেন। প্রতিদিন তিনি নিজ ওয়ার্ডের বিভিন্ন মহল্লা ও রাস্তায় ঘুরে ঘুরে মানুষের মাঝে মাস্ক বিতরণ করে থাকেন।
মাস্ক বিতরণকালে আব্দুর রউফ মোস্তাকীম মানুষকে করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য বিধি ও সরকারি বিধি নিষেধ মেনে চলার আহবান জানাচ্ছেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল