শামীম খান গৌরীপুরঃ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ময়মনসিংহের গৌরীপুরে সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নে নিরলসভাবে মাঠে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন।
প্রতিদিন মানুষকে সচেতন করার পাশাপাশি নিয়মিত পরিচালনা করা হচ্ছে দুটি মোবাইল কোর্ট। অব্যাহত রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল। লকডাউন অমান্য করায় ও স্বাস্থ্য বিধি না মানায় মঙ্গলবার (৬ জুলাই) দুটি মোবাইল কোর্টে ৩২টি মামলায় ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কঠোর লকডাউনের ৬ষ্ট দিন পর্যন্ত এ উপজেলায় ১৮৬টি মামলায় ২ লাখ ১২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল