মারুফ হোসেন কমলঃ
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার জনসাধারণকে সচেতন করে করোনাঝুঁকিমুক্ত রাখতে সচেতনামূলক প্রচারণা, সাময়িক কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য উপহার বিতরণ, মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি কৃষিবিদ ড.সামীউল আলম লিটন
গত বছর করোনাকালীন দুর্যোগ শুরুর সময় থেকে অদ্যবধি পর্যন্ত।
এছাড়াও তিনি করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে রান্না করা খাবার, পবিত্র রমজান মাসে ইফতার বিতরণ এবং ঈদের সময় নতুন কাপড় -চোপড় ও ঈদসামগ্রী বিতরণ করেছেন গৌরীপুরের বিভিন্ন ইউনিয়নে।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন " তথ্য প্রতিদিন" কে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করতে ‘করোনা ভাইরাসসহ সব ধরনের মানবিক সংকট এবং দুর্যোগে খেটে খাওয়া ও কর্মহীন মানুষের কল্যাণে সহায়তা করে যাবো আমার সাধ্যমতো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন; একটি মানুষও অর্ধাহারে-অনাহারে থাকবে না, তাই জাতির পিতার আদর্শের উত্তরাধিকার ও জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমি আমার প্রাণপ্রিয় গৌরীপুর এলাকার সাময়িক কর্মহীন হতদরিদ্র ও দুস্থ মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছি এবং ভবিষ্যতেও যে কোন দুর্যোগ- দুর্বিপাকে আমাকে সার্বক্ষণিক পাশে পাবে এলাকাবাসী।
কৃষিবিদ ড.সামীউল আলম লিটন এসময় মহামারি করোনা ভাইরাস রোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি নিয়মিত মাস্ক পরিধান সহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল