চীফ রিপোর্টারঃ
গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দুপাড়া এলাকা থেকে ১০ দিন বয়সী এক শিশু অপহরণের এক ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ । বুধবার ৭ জুলাই দুপুরে জিএমপি বাসন থানার চান্দুপাড়া থেকে অভিযুক্ত বিথি আক্তার (২৫) গ্রেফতার করা হয় এবং ওই নারীর কাছ থেকে অপহৃত শিশু ইশতিয়াক হাসান সোহানকে উদ্ধার করে পুলিশ । জিএমপি বাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মালেক খসরু খান গণমাধ্যম কে জানান, দুপুরে চান্দুপাড়া এলাকা ১০ দিন বয়সী শিশু ইশতিয়াক হাসান সোহানকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিল তার মা ফারজানা চৌধুরী । পাশের বাসার ভাড়াটিয়া বিথী আক্তার ঘুমন্ত শিশুকে অপহরণ করে পালিয়ে যায় । অপহরণের পর একটি সিএনজি চালিত অটোরিক্সা ওঠে এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেস্টা করে । খবর পেয়ে পুলিশ ভোগড়া নাভানা মোড় এলাকা থেকে শিশুকে উদ্ধার করে । এসময় অপহরণকারী নারী বিথী আক্তারকে গ্রেফতার করে । উদ্ধারের পর শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে । শিশুর বাবা মেহেদী হাসান বাদী হয়ে জিএমপি বাসান থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল