জহির রায়হান, ময়মনসিংহ :
নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যকে ৬টি উগ্রবাদি বুকলেট এবং ৫টি উগ্রবাদি
লিফলেট সহ মোঃ মোকলেছুর রহমান নামে একজনকে গ্রেফতার করছে র্যাব-১৪
ময়মনসিংহ। সে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বিলবালিয়া গ্রামের মোঃ
খলিলুর রহমানের পুত্র।
জানা যায়, র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক,
অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে নিরলস
ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৮ জুলাই ২০২১ইং র্যাব-১৪,
সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মেজর মোঃ
আখের মুহম্মদ জয় এবং এএসপি তাসলিম হুসাইন এর নেতৃত্বে জামালপুর জেলার
সরিষাবাড়ী থানাধীন বিলবালিয়া হতে মোঃ মোকলেছুর রহমান (৩৮)-কে গ্রেফতার
করে। এসয় তার হেফাজত হতে ৬টি উগ্রবাদি বুকলেট, ৫ টি উগ্রবাদি লিফলেট
উদ্ধার করা হয়। উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ জামালপুর জেলার সরিষাবাড়ি থানার
বিভিন্ন এলাকায় বাংলাদেশ বিরোধী নাশকতা কার্যক্রমের গোপন বৈঠক করে
আসিতেছে। এব্যাপারে র্যাব বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা রুজু করা হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল