১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা বিনামূল্যে ঘর দেওয়া প্রকল্পের অনিয়মে কঠোর ব্যবস্হা নিচ্ছে সরকার
৯, জুলাই, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন – প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১ লক্ষ, ২৩ হাজার হতদরিদ্র পরিবার ঘর পেয়েছেন।

এখন পর্যন্ত ২২টি জেলার ৩৬টি উপজেলা থেকে অভিযোগ পাওয়া গেছে। মোট সংখ্যা হবে ৩৯টির মতো হবে সব মিলিয়ে। এই সবগুলোই তদন্তে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট উপজেলার প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা, ইউএনও, এসিল্যান্ড, উপজেলা প্রকৌশলী এবং ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিনামূল্যে ঘর দেওয়া প্রকল্পের অনিয়মে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। ৩৬ উপজেলার কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস গণমাধ্যম কে জানিয়েছেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প, যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর হবে সরকার।

অভিযোগ আসা সবগুলো এলাকার রিরুদ্ধে তদন্ত শেষে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব।

ক্ষতিগ্রস্ত ঘরগুলো আবারও সংস্কার করে দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ছবি, সংগৃহীত