শামীম খান গৌরীপুরঃ
কঠোর লকডাউনের দশম দিন শনিবার (১০জুলাই) সরকারি বিধিনিষেধ অমান্য করায় ময়মনসিংহের গৌরীপুরে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে হাজার ২ হাজর ২শ টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার গৌরীপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
জানা গেছে করোনা সংক্রমণ রোধে সারাদেশে ১ জুলাই থেকে কঠোর লকডাউনের ঘোষণা করা হয়েছে। লকডাউন কার্যকরতে শনিবার গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধিনিষেধ উপক্ষো করে দোকান-পাট খোলা, অপ্রয়োজনে ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি না মানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন লকডাউন কার্যকর ও জনসাধারণকে সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলায় মাইকিং করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। যারা সরকারি ঘোষিত নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল