৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে কোচিং বাণিজ্য বন্ধের লক্ষ্যে  নির্বাহী অফিসার বরারবর স্মারকলিপি প্রদান।
২, নভেম্বর, ২০১৯, ২:২১ অপরাহ্ণ -
 ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় অবাধে কোচিং বাণিজ্য এবং শিক্ষার মান ক্ষুণ্ণ করে যাচ্ছেন গুটিকয়েক শিক্ষক। প্রাতিষ্ঠানিক সময়ে এবং সান্ধকালিন সময়ে কোমলমতি শিশুদের ও মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে কোচিং বাণিজ্য চালাচ্ছেন তারা।অবিভাবকেরা তাদের সন্তানদের পরীক্ষায় ভালো ফলাফল এর আশায় ঝুকে পড়ছেন কোচিং সেন্টার গুলোতে।এতে ব্যহত হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা এবং নৈতিক শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। তাই অবিলম্বে সুন্দর অনাবিল শিক্ষা বান্ধব মানব সমাজ গড়ার দৃঢ় প্রত্যাশা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাউদি হাসান সুমন ও ইয়ুথ ফোর চেঞ্জ বাংলাদেশ এর ইয়ুথ এনগেজমেন্ট কো-অর্ডিনেটর আরাফাত হুসাইন।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  সদয় অবগতির জন্য প্রশংসা করে ব্যক্ত করেছেন আমি অতিসত্তর এই বিষয় জরুরি ব্যবস্থা গ্রহণ করবো ।