১০_৭_২১ তারিখে করোনায় ৩ জন মৃত ব্যক্তির দাফনসহ যাবতীয় কার্যাদি সম্পন্ন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের টিম।
মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের নির্দেশ এবং পরামর্শ মোতাবেক এ কার্যক্রম অব্যাহত রয়েছে। সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।
করোনায় মৃত মুসলমান ব্যক্তির লাশ কাফন, জানাজা এবং দাফন সম্পন্ন করার টিমের প্রধান দায়িত্বে আছেন মাওলানা এমদাদুল হক- মোবাইল ০১৩০৬৮৯০৯০৩।
এবং করোনায় মৃত হিন্দু ব্যক্তির অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্নের টিমের প্রধান দায়িত্বে আছেন জনাব বিমল পাল। মোবাইল নাম্বারঃ ০১৭১৩৫১২৩০২।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের টিম কর্তৃক এ পর্যন্ত মোট ৭২ জনের দাফন -কাফন ও ১৫ জনের সৎকারসহ মোট ৮৭ জনের ব্যবস্থাপনা করা হয়েছে।
এ বিষয়ে সার্বিক সমন্বয় করছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা জনাব দীপক মজুমদার। মোবাইল নাম্বারঃ ০১৭১৬২৩৭৮৭৩।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল