ময়মনসিংহ অফিসঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি'র) অভিযানে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী মোজাম্মেল মাহমুদ ঝড় ও রাহাতুল ইসলাম জয় কে আটক করা হয়েছে । তাদের কাছ থেকে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান এর নির্দেশক্রমে মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে ডিবির এসআই আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর চায়না মোড় থেকে গত শনিবার রাতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত'দের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। আসামীদের আদালতে সোর্পদ করা হয়েছে। ( ছবি মিল্লাত ভাই)
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল