১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, ধর্ম ও ইসলাম, সারা বাংলা চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২১ জুলাই
১১, জুলাই, ২০২১, ৮:১২ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন = বাংলাদেশের আকাশে আজ রোববার (১১ জুলাই‍) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২১ জুলাই (বুধবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সেলিম মাহমুদ-উল হাসান গণমাধ্যমকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমাদের এখানে চাঁদ দেখা গেছে। আমি এখানকার চাঁদ দেখা কমিটির মিটিংয়ে আছি। আমরা এখন ঢাকায় জাতীয় কমিটির কাছে চাঁদ দেখার তথ্য জানিয়ে দেব।