১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহে পুলিশের উদ্যোগে বিপিন পার্কে দরিদ্র বস্তিবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
১২, জুলাই, ২০২১, ৮:০২ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহে পুলিশের উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে লক ডাউন চলাকালীন সময়ে আজ ১২ জুলাই সোমবার সকাল ১০ টায় মহানগরের বিপিন পার্কে দরিদ্র বস্তিবাসীদের মাঝে ১০ টাকায় দুই দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে,যারআনুমানিক মূল্য ৫০০ টাকা।

এই বিতরণের ৬ষ্ঠ দিনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী এবং ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ।

ডিবি’র ভারপ্রাপ্ত মো: শাহ্ কামাল আকন্দ জানান জেলা পুলিশ প্রশাসনের নিজস্ব অর্থায়নে এই কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।

এ রকমের মানবিক কার্যক্রম চলমান রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান।