তথ্য প্রতিদিন. কমঃ
“বন্যেরা বনে
সুন্দর শিশুরা মাতৃকোড়ে”
আড়াই বছরের এই শিশুটিকে তার বাবা মায়ের থেকে কেড়ে নিয়েছিল। মা আজ ১৪/০৭/২১ সকালে পাগলের মতো আমার কাছে এসে হাজির হন (তার বাপের বাড়ি গাজীপুর থেকে) । স্বামী গার্মেন্টস কর্মী।
বিস্তারিত শুনে ইউএনও ভালুকা Salma Islamকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলে, এই ভিকটিম নারীকে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে যেতে বলি।
বাচ্চাকে খুঁজে মায়ের কোলে ফিরিয়ে দেয়ার জন্য বেলা এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বিভিন্নমুখী চেষ্টা করে আমাদের চৌকশ ইউএনও ও সভাপতি উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি জনাব সালমা ইসলাম…. এইমাত্র বাচ্চাকে খুঁজে এনে মায়ের বুকে ফিরিয়ে দিয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কল্যাণে ভিডিও কলে মায়ের কোলে সন্তানের এই আবেগঘন মুহূর্ত দেখতে পেয়ে আমার সারাদিনের ক্লান্তি ভুলে গেলাম।
ইতিমধ্যে সিনিয়র উপ-মহাব্যবস্থাপক, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর জনাব বাবুল আহমেদকে বিষয়টি ভিকটিম এর স্বামীর প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে উপভয়ের মধ্যে সমঝোতা করে দিবেন মর্মে আশ্বস্ত করেছেন।
আরেকটা ঘটনা শেয়ার করি:
১৩/০৭/২১
অফিস থেকে ফিরেছি মাত্র রাত ৮ টা, প্রগ্রামার, উপজেলা মহিলা বিষয়ক এর কার্যালয়, জনাব Sharmin Shahzadi আমাকে কল দিয়ে জানান খাগডহরের চরজেলখানা নামক স্থানের এক স্বামী তার স্ত্রীকে নির্যাতন করে, শরীরে গরম পানি ঢেলে, ০২ (দুই) মাসের কন্যা সন্তানকে রেখে ঘর থেকে বাহির করে দিয়েছেন। কি করা যায় ভাবতে ভাবতে কল দিলাম সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশসুপার ও খাগডহর ইউনিয়নের সচিব জনাব মিনারা বেগমকে।
রাত ১১ টায় মাটি তার দুধের শিশুটা বুকে ফিরে পেয়েছে মর্মে আমাকে Sharmin Shahzadi জানালো। আমি মুগ্ধ, আমি অভিভূত মহিলা বিষয়ক কার্যালয়ের প্রগ্রামার শারমিন ও ইউনিয়ন পরিষদ সচিব মিনারা বেগমের আন্তরিকতা, কাজের স্পৃহা, দেশের নাগরিকদের প্রতি দায়বদ্ধতা ও মানবসেবার মানসিকতা দেখে।
উপরের তিনজন কর্মবীর নারী ১)Salma Islam ২) @sharmin shahzadi এবং ৩) মিনারা বেগমকে কারণ এই ভিকটিমরা ছিল সমাজের অবহেলিত দরিদ্র পরিবারের মানুষ, উল্ল্যেখ যে, ২য় ভিকটিম জেলা স্কুল মোড়ে এক বাসায় ঝি এর কাজ করে, এবং তারা কাজটি করেছে অফিস সময়ের শেষে ঘরে নিজের রাতের একান্ত সময়ে।
এগিয়ে যাবে দেশ,
নারীর ক্ষমতায়ন বাড়বে
বন্ধ হবে সকল নারী ও শিশু নির্যাতন
এই প্রত্যাশায়
আস্থা রাখুন
পাশে থাকুন জেলা প্রশাসন ময়মনসিংহ এর
অনুরোধক্রমে
আয়েশা হক
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ
০১৭৩৩৩৭৩৩০৩