১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ মসিকের ৩১,৩২ ও ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলরগণের উদ্যোগে নগদ অর্থ ও চাল বিতরণ।।
১৫, জুলাই, ২০২১, ৩:৫৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমলঃ

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্ধেশ এই শ্লোগানকে সামনে রেখে ও চলমান মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ও অসহায় মানুষের খাদ্য-অর্থ সংকট নিরসনে সরকারের নির্দেশনা মেনে মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র প্রত্যক্ষ নির্দেশনা অনুসারে উপকারভোগী কার্ডধারীদের মাঝে চাউল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অদ্য বৃহস্পতিবার সকালে এই চাউল ও অর্থ বিতরণ করেন ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল হক মন্ডল , ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মুনির ও ৩১,৩২ ও ৩৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ফারজানা ববি কাকলী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্র দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশগঠনের লক্ষে জননেত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত দুর্যোগকালীন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে শেখ হাসিনার উপহার মাথাপিছু ১০ কেজি চাল ও নগদ অর্থ সুষ্ঠু ও সঠিকভাবে বিতরণ করেন মসিকের সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড কাউন্সিলরগণ।

১৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বরাদ্দকৃত চাল সঠিক ওজনে মেপে বিতরণ করা হয় এবং নগদ অর্থও স্বচ্ছতার সহিত বন্টন করা হয়।


ময়মনসিংহ সিটি কর্পোরেশন
৩১,৩২,৩৩, নং ওয়ার্ডে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সমাজ কলাণ অফিসারের ব্যবস্থাপনা ও সার্বিক সহযোগিতায় ডিজিটাল পরিমাপের মাধ্যমে সঠিক ওজনে চাল ও নগদ অর্থ পাওয়ায় মসিক মেয়র ও কাউন্সিলরদের ভূয়সী প্রশংসায় মেতে উঠেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।


চাল ও নগদ অর্থ বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।