তথ্যপ্রতিদি. কমঃ
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সমবায়ীদের সমাবেশের মাধ্যমে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
একই সাথে সমবায় দিবস ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ ও বিজয় ফুল তৈরি প্রতিযোগিতা ও বিজয় ফুল উৎসবের পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার ২রা নভেম্বর বুধবার সকালে ফুলপুর উপজেলা প্রশাসন ও সমবায় অফিসারের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-২ ফুলপুর তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য শরীফ আহমেদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম এ হাকিম সরকার, ফুলপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লাকি, উপজেলা আওয়ামী লীগের যগ্ম-আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মাদ হাবিবুর রহমান, উপজেলা সমবায় অফিসার আব্দুল গঁফুর , উপজেলা যুবলীগের সভাপতি শশধর সেন, পৌর অাওয়ামী লীগ সভাপতি মোঃ খলিলুর রহমান, গ্রামাউস স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল খালেক, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা এবং পরিচালক তপু রায়হান রাব্বি, ফুলপুর থানার পুলিশ প্রশাসন, আনসার-ভিডিপির প্রশাসন, ফায়ার সার্ভিসের প্রশাসন কর্মকর্তা, সাংবাদিক বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও শিক্ষক, রাজনৈতিকসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।