১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ খেলাধুলা, জাতীয় বাংলাদেশ ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি’র অভিনন্দন ।
১৮, জুলাই, ২০২১, ১০:০৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

বাংলাদেশ ক্রিকেট দলকে
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি’র অভিনন্দন ।

ঢাকাঃ রোববার,
১৮ জুলাই, ২০২১
০৩ শ্রাবণ ১৪২৮

 

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিরুদ্ধে সিরিজ জয় লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ ক্রিকেট কোচ,বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত। অসাধারণ নৈপুণ্য ও বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পরিপূর্ণ ও সুসংহত। জাতীয় ক্রিকেট দল জিম্বাবুয়ে ক্রিকেট দলকে পরাজিত করায় নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।এই বিজয় বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পিরিট এবং অসাধারণ দক্ষতায় জাতি আজ গর্বিত।

বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন,নিরলস অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও জয়ের ধারা অব্যাহত রেখে আরও ভালো ফলাফল অর্জন করে জাতিকে গর্বিত করবে।

ধন্যবাদান্তে,
মোঃ মামুন হাসান,
মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,
বাংলাদেশ জাতীয় সংসদ।