ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে স্বাচিপ মহাসচিব ডা. এম এ আজিজ এর বাণী।।
তথ্য প্রতিদিন. কমঃ ময়মনসিংহ সদর উপজেলা সহ ময়মনসিংহের সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সারা বাংলাদেশের চিকিৎসকদের নেতা ময়মনসিংহের কৃতিসন্তান স্বাচিপ এর মহাসচিব ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ডা. এম এ আজিজ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি এই বাণী প্রদান করেছেন ।
বাণীতে তিনি বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তোষ্টির উদ্দেশ্যে আমরা আমাদের প্রিয় পশু কোরবানি করে থাকি। প্রকৃতপক্ষে কোরবানির পশুর মাংস আল্লাহ্র কাছে পৌঁছায়না; পৌঁছায় আমাদের তাকওয়া। ঈদুল আযহার প্রকৃত শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হোক এই কামনা করে তিনি খুশির এই উৎসবে ময়মনসিংহের সকল জবগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনাকালীন ক্রান্তিলগ্নে মাস্ক পরা সহ ঈদুল আজহায় সরকারের স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে পালন করার জন্য অনুরোধ জানিয়েছেন।
স্বাচিপ পরিষদ মহাসচিব ডা. এম এ আজিজ বলেন, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কোরবানি করা পশুর রক্ত, বজ্র একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষনের জন্য তিনি জনগণকে অনুরোধ করেছেন। নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই করারও আহবান জানান।
ডা. এম এ আজিজ বলেন, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে।
সরকারের নির্দেশনা মেনে ঈদুল আযহার নামাজ পড়ার ব্যাপারেও তিনি অনুরোধ জানান।
সকলের মঙ্গলকামনা করে ঈদের শুভেচ্ছা সারা বাংলাদেশের চিকিৎসকদের জাতীয় সংগঠন স্বাচিপের মহাসচিব ডা. এম এ আজিজ।