তথ্যপ্রতিদিন. কমঃ
” বঙ্গবন্ধুর দর্শন , সমবায়ের উন্নয়ন ” এই শ্লোগান টি সামনে নিয়ে ময়মনসিংহে পালিত হয়েছে ৪৮তম জাতীয় সমবায় দিবস ২০১৯। ২রা নভেম্বর শনিবার সকালে ময়মনসিংহ সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের উদ্যোগে এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই উপলক্ষে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমবায়ী ও ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের অন্যতম নেতা মোঃ শাহজাহান পারভেজ এর পরিচালনায় ও ময়মনসিংহ বিভাগীয় সমবায় দপ্তর এর যুগ্ম নিবন্ধক মোঃ খুরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংস্কৃতি প্রতিমন্ত্রী ও মুক্তাগাছা নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কে.এম খালিদ বাবু এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন – ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান , ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান , ময়মনসিংহ জেলা প্রশাশক মোঃ মিজানুর রহমান প্রমূখ ।
এর আগে ৪৮তম সমবায় দিবস উদযাপন উপলক্ষে এক বিশাল র্যলীর আয়োজন করা হলে র্যলীটির উদ্ধোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এম পি। পরে র্যলীটি নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে।