১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, ধর্ম ও ইসলাম, বিজ্ঞান, ময়মনসিংহ, সারা বাংলা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
১৯, জুলাই, ২০২১, ১১:০০ অপরাহ্ণ - প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

ঢাকা: সোমবার,
১৯ জুলাই ২০২১
০৪ শ্রাবণ ১৪২৮

দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

শুভেচ্ছা বাণীতে বিরোধীদলীয় নেতা বলেন,আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা।মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র ইসমাইল (আ.)কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালবাসা, অবিচল আনুগত্য ও আকুন্ঠ আত্নত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্হাপন করেছেন তা অতুলনীয়।

তিনি আরও বলেন,ব্যক্তি ও সমাজ জীবনে কোরবানির শিক্ষা সঠিকভাবে কাজে লাগাতে পারলে জাতীয় উন্নয়ন ত্বারন্বিত হবে।

বিরোধীদলীয় নেতা বলেন,পবিত্র ঈদুল আযহা একটু ভিন্নভাবে পালিত হচ্ছে।করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। মহান ত্যাগের মহিমায় সকলকে মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নির্দেশনাগুলো মেনে এবং নিজে সুস্হ থাকতে এবং সবাইকে সুস্হ রাখতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

শুভেচ্ছান্তে,
মো: মামুন হাসান,
মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,
বাংলাদেশ জাতীয় সংসদ।