শেখ রাজীব হাসান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
টঙ্গীর উত্তর আউচপাড়া ওয়ান ব্যাংকের পিছনে আজমত উল্লা খান স্কুল এন্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠান ছাত্রছাত্রীদের মাঝে ভর্তি ফরম বিতরণ গতকাল শনিবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বাবু রমেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং টঙ্গী কমার্স কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সরকার জাহিদুল ইসলাম টিপুর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. মো: আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মো: ওসমান আলী, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, টঙ্গী থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. হেলাল উদ্দিন, টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, সর্দার আনোয়ারুল হক, শুক্কুর আলী, সারোয়ার আলম রিপন, সিরাজুর হক, সাদেক হোসেন খান, হেলাল উদ্দিন খান, জামাল হোসেন, আল আমিন, শাহীন মামুন প্রমুখ।
উল্লেখ্য শিক্ষার মান বিস্তারের লক্ষ্যে টঙ্গীর এরশাদনগর সংলগ্ন আউচপাড়া এলাকায় অত্যাধুনিক পদ্ধতিতে ডিজিটাল ক্যাম্পাস সম্প্রসারিত একটি অত্যাধুনিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। যার মাধ্যমে ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে বেশ মনোযোগী ও উৎসাহিত হবে।