তথ্যপ্রতিদি. কমঃ
শনিবার ২ নভেম্বর সকাল ১১ টায় ময়মনসিংহ মহানগরীর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী নেপ মিলনায়তনে পিটিআই ইন্সট্রাক্টর ও ইউ আর সি ইন্সট্রাক্টর গণের বুনিয়াদি প্রশিক্ষণ এর উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী আয়োজিত ৬০ দিনব্যাপী এই বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহ এর মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী ময়মনসিংহ এর পরিচালক মো: ইউসুফ আলী। ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী ময়মনসিংহ এর ঊর্ধ্বতন বিশেষজ্ঞ ও প্রশিক্ষণ কোর্স এর পরিচালক মাহবুবে এলাহী। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব সরকার হিসেবে উল্লেখ করেন। বক্তাগণ বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই বিনামূল্যে বই বিতরণ, কোমলমতি শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল এবং শিওর ক্যাশের মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন ।প্রধান অতিথি তার বক্তব্যে পিটিআই এর সংস্কার,পিটিআই স্কুল গুলোকে আরো নান্দনিক করা প্রত্যয় ব্যক্ত করেন।