১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, লীড নিউজ, সারা বাংলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং জননেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫১তম শুভ জন্মদিনে পুষ্পিত শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা।
২৭, জুলাই, ২০২১, ১২:৫০ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কমঃ

মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের এই দিনে (২৭ জুলাই) ঢাকায় প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ও জননেত্রী শেখ হাসিনা দম্পতির ঘর আলো করে জন্ম নেন সজীব ওয়াজেদ জয়। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন জয়। এরপর মায়ের সঙ্গে ভারতে চলে যান তিনি। সেখানেই কাটে শৈশব ও কৈশরের দিনগুলো। নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে পড়ালেখার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি নেন জয়। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিও নেন তিনি।

২০০৮ সালে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা ছিল তার। বিশেষ করে নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ’ এর ধারণা তার উদ্যোগেই যুক্ত হয়েছিল। ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হন সজীব ওয়াজেদ জয়।

লেখাপড়া করা অবস্থায় রাজনীতির প্রতি অনুরক্ত থাকলেও সজীব ওয়াজেদ জয় সক্রিয় রাজনীতিতে নাম লেখান ২০১০ সালে। ওই বছরের ২৫ ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয় তাকে, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনীতিতে আসেন তিনি। ব্যক্তিজীবনে সজীব ওয়াজেদ জয় বিবাহিত ও একটি কন্যা সন্তানের জনক।

বর্তমানে দলীয় ঘরানা ছাড়াও তথ্যপ্রযুক্তি, রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাবিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তথ্যপ্রযুক্তির বিকাশ, তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। বিশেষ করে দেশের তরুণদের দেশপ্রেমে উজ্জীবিত করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে আত্মনিয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ নিচ্ছেন তিনি। বাংলাদেশের তরুণদের নিকট তিনি আইডল হিসেবে স্বীকৃত।
ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে নিঃশব্দে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়। দেশের লাখ লাখ তরুণ এখন ঘরে বসে ফরেন কারেন্সি আয় করছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে । তারা প্রতিযোগিতা করছে গোটা বিশ্বের সঙ্গে। লাখ লাখ তরুণের মাঝে এ স্বপ্ন বুনে দিয়েছেন তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার রোল মডেল। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তির রোল মডেল। বঙ্গবন্ধু ও তার কন্যার স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন বঙ্গবন্ধুর দৌহিত্র, পরিশ্রমী, মেধাবী ও পরিচ্ছন্ন জীবন-জীবিকার অধিকারী প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করার যে রূপকল্প ঘোষণা করেছিলেন, তার অনুপ্রেরণা দিয়েছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। দীর্ঘ বার বছর ধরে তিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের নেপথ্যে কাজ করেছেন। তিনি ডিজিটাল বাংলাদেশের স্থপতি।

মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সিআরআই – এর চেয়ারপার্সন আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি গ্লোবাল আইকনিক লিডার সজীব ওয়াজেদ জয় এঁর সুন্দর আগামীর জন্য নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা।