শামীম খান গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ উদ্যোগে শনিবার (২ নভেম্বর) বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। পরে তিনি র্যালিতে যোগদান করেন। র্যালি শেষে উপজেলা পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সান বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সহ সভাপতি ওবায়দুর রহমানের স ালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, ধূরুয়া মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সদস্য আয়েশা আক্তার, তাতিরপায়া মহিলা উন্নয়ন সমবায় সমিতির কোষাধ্যক্ষ শিমুল আক্তার, বর্ষা স য় ও ঋনদান সমবায় সমিতির সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
পরে উপজেলা শ্রেষ্ঠ আট সমবায় সমিতি ও পাঁচজন শ্রেষ্ঠ সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়। এতে জাতীয় সংগীত পরিবেশন করে কলা বাগান সমবায় সমিতির সদস্যরা। #