১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, লীড নিউজ, সারা বাংলা বঙ্গবন্ধুর ছবিযুক্ত ডাকটিকিট অবমুক্ত তুরস্কের
২৯, জুলাই, ২০২১, ১১:১৭ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কমঃ

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি ডাকটিকিট অবমুক্ত করেছে তুরস্ক।

বাংলাদেশ দূতাবাস আঙ্কারার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুলাই দুপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক উইংয়ের মহাপরিচালক ডেনিজ চাকারার মধ্যে এক বিশেষ বৈঠকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মরণে তুরস্কের ডাকবিভাগ বঙ্গবন্ধুর ছবিযুক্ত একটি ডাকটিকেট অবমুক্ত করা হয়।

বৈঠককালে তুরস্কের রাষ্ট্রদূত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে গণতন্ত্র, শান্তি এবং ধর্মনিরপেক্ষতার এক মূর্ত প্রতীক ছিলেন। বঙ্গবন্ধু ছিলেন মানবতা, জনগণের ক্ষমতা এবং আর্থ-সামাজিক মুক্তির অগ্রদূত।

বঙ্গবন্ধুর স্বরণে ছবিসহ ডাকটিকেট অবমুক্তির মধ্যে দিয়ে দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে উভয়েই মত প্রকাশ করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদযাপনের সময়ে ডাকটিকেটটি অবমুক্ত করায় রাষ্ট্রদূত মসুদ মান্নান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ডাকবিভাগকে বিশেষভাবে ধন্যবাদ জানান।