চীফ রিপোর্টারঃ
সৌদি আরবে ইয়াবা পাচারকালে একজন যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। আটককৃতের নাম-সাদ্দাম। এসময় তার হেফাজত হতে ৮ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক গণমাধ্যম কে জানায় বুধবার (২৮ জুলাই ২০২১) সকাল ৬:০০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
তিনি আরো বলেন, ওমান এয়ারলাইন্সের একজন যাত্রী হিসেবে সাদ্দাম সুকৌশলে লাগেজের ভেতর বিশেষ কায়দায় ইয়াবাসমূহ লুকানো অবস্থায় সৌদি আরবের দাম্মামে পাচার করতে চেয়েছিল। কিন্তু স্ক্যানিংয়ের আগেই এয়ারপোর্ট আর্মড পুলিশের তল্লাশীতে সেগুলো ধরা পড়ে।
কুমিল্লার এক ব্যক্তির কাছ থেকে ৮ হাজার ৯৫০ পিস ইয়াবা সংগ্রহ করে সে দাম্মামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার জন্য এগুলো সুকৌশলে বহন করছিল মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা রুজু হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল