১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, সারা বাংলা সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ এমপি’র মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক
৩০, জুলাই, ২০২১, ১০:৪৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কমঃ

ঢাকা:শুক্রবার
১৫ শ্রাবণ ১৪২৮,
৩০ জুলাই ২০২১

সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

অধ্যাপক আলী আশরাফ আজ ( শুক্রবার) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, নিরহংকারী ও সদালোপী আলী আশরাফ জনগণের ভালবাসায় সিক্ত হয়ে পাঁচবারের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।একাদশ জাতীয় সংসদে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি হিসেবে তিনি দক্ষতা ও সুনামের দায়িত্ব পালন করে আসছিলেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন,বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে অপূরণীয় ক্ষতি হয়ে গেল যা সহজে পূরণ হবার নয়।

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক – সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্তা প্রেরক,
মো: মামুন হাসান,
মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,
বাংলাদেশ জাতীয় সংসদ।