এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় কানাইঘাটে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ীদের যৌথ উদ্যেগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সম্মুখ হতে এক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা রোড পদক্ষিণ করে সমবায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান জাতীয় পতাকা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী সমবায় পতাকা উত্তোলন করেন। পরে সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালিকের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল্লাহ শাকীর, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, দিঘীরপাড় ইউপি’র চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাজমুল হক, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, সানরাইজ বহুমুখী সমবায় সমিতির সদস্য আমিনুর রহমান চৌধুরী, প্রমুখ।
আলোচনা সভার শুরুতেই পবিত্র ক্বোরআন থেকে তিলাওয়াত পেষ করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ নজির আহমদ, গীতা থেকে পাঠ করেন সোনার বাংলা মৎস্যজীবি সমিতি’র সাধারণ সম্পাদক শ্রী সুনিল দাস। এসময় উপস্থিত ছিলেন সমবায়ী ফজরুল ইসলাম, শমসের আলম, আজাদুর রহমান, আজির উদ্দিন রায়হান, আব্বাস উদ্দিন, হেলাল আহমদ, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আলমাছ উদ্দিন, যুবলীগ নেতা নজরুল ইসলাম বেলাল সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতি’র বিপুল সংখ্যক নেতাকর্মী। আলোচনা সভা শেষে এবারের দেশ সেরা নির্বাচিত, সানরাইজ বহুমূখী সমবায় সমিতি’কে ক্রেস্ট প্রদান করেন অতিথি বৃন্দ। এছাড়াও সোনার বাংলা মৎস্য সমবায় সমিতি ও সবজিগ্রাম কৃষি সমবায় সমিতি’কেও ক্রেস্ট প্রদান করা হয়।