ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
,,
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৪৮ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২ নভেম্বর শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করে বালিয়াডাঙ্গী উপজেলার নবারুন ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ,গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালটি বালিয়াডাঙ্গী চৌরাস্তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালিয়াডাঙ্গী উপজেলার পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসল জুয়েল , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায় ,বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান , বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিউর রহমান রাজু , সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ , নবারুণ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি লাহিড়ী ডিগ্রী কলেজের প্রভাষক হুমায়ুন কবির , সহ বিভিন্ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আবু নাসের ।