তথ্য প্রতিদিন. কমঃ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের ৭৬তম জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন। সোমবার (২ আগস্ট) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের ড. মোমেন বলেন, এবারের জাতিসংঘ অধিবেশন সীমিত আকারে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে এ অধিবেশনে যোগ দেবেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২১-২৬ সেপ্টেম্বর জাতিসংঘের মূল অধিবেশন হবে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে না। তিনি তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার কারণে দীর্ঘদিন বিদেশ সফরে যাননি। এবার তিনি ১৯ মাস পর বিদেশে যাচ্ছেন।
সুত্র, mp news
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল