৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অর্থনীতি, সারা বাংলা ২০ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করবে সরকার – খাদ্যমন্ত্রী
২, নভেম্বর, ২০১৯, ৭:৪০ অপরাহ্ণ -

চীফ রিপোর্টারঃ

আগামী ২০ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করবে সরকার।
বৃহস্পতিবার ৩১ অক্টোবর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ‌্য জানান।

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) বৈঠক শেষে মন্ত্রী এ তথ‌্য জানান। বৈঠকে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘এবার প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৬ লাখ মেট্রিক টন ধান, ৩ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল ক্রয় করা হবে।’

তিনি আরো বলেন, ‘আমন মৌসুমে সরকার কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ৬ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করবে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমন মৌসুমে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করবে। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান চাল সংগ্রহের কার্যক্রম চলবে।’

তিনি বলেন, ‘এ ছাড়া মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘আগামী ২০ নভেম্বর কৃষকদের তালিকা দেবে কৃষি মন্ত্রণালয়। সে তালিকা অনুযায়ী ধান সংগ্রহ করা হবে। যদি কোনো জায়গায় কৃষকের সংখ্যা বেশি হয় তাহলে সেখানে লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হবে।’

এবার ৫৬ হাজার গ্রাম পুলিশকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান তিনি।