১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সিলেট গাছ লাগান পরিবেশ বাঁচান”এই স্লোগানে মূলাগুল স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন’র বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত।
৩, আগস্ট, ২০২১, ৪:১৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ

সিলেটের কানাইঘাট উপজেলার হযরত শাহ্ মিরাপীং (রহঃ) এর স্মৃতিবিজড়িত লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এক ঝাঁক তরুণদের নিয়ে সংঘটিত “মূলাগুল স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন” নামক সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষ তথা সমাজের কল্যাণে কাজ করে আসছে, তারই ধারাবাহিকতায় গত ২ আগস্ট সোমবার সংগঠনটির নিজস্ব অর্থায়নে মূলাগুলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংগঠনের সভাপতি মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে ও মোঃ শাহিদ রানার পরিচালনায় উক্ত বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূলাগুল আদর্শ পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কান্দলা গ্রামের কৃতি সন্তান ফ্রান্স প্রবাসী জনাব জিয়াউর রহমান, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক এম এ রহমান জীবন, বিশিষ্ট সমাজসেবক জনাব তইবুর রহমান, ভাল্লুকমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বশির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফরিদ উদ্দিন সহ এলাকার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনটি সকাল ৯ টার দিকে ঐতিহ্যবাহী শুলটুনী মাঠের কর্নার হইতে প্রথম বৃক্ষরোপণ শুরু করে নয়াবাজারের মোড় পর্যন্ত পৌঁছে,
পরে সাউদগ্রাম থেকে খালিজুরীর রাস্তা
ভালুকমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় দিনব্যাপী বৃক্ষ রোপন করা হয়।

উক্ত বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানে সংগঠনের অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন “মূলাগুল স্টুডেন্ট ডেভেলাপমেন্ট অ্যাসোসিয়েশন” (MSDA) এর সম্মানীত
সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম,
সহ-সাধারণ সম্পাদক শাব্বির রাহমান,
সাংগঠনিক সম্পাদক ছাবের হোসেন,
কোষাদক্ষ জুয়েল আহমদ,
তথ্য বিষয়ক সম্পাদক, সুহাইব আহমদ,
নাজমুল ইসলাম, শিমুল আহমদ, এহসানুল আমিন, আফাজ আহমদ, ফজলু, জাকির হোসেন, আব্দুল্লাহ, রেজয়ান আহমদ,
মুমিন আহমদ, আনোয়ার হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিটি কার্যক্রমের স্বপ্নদাতা মোঃ মিজানুর রাহমান, সিনিয়র সদস্য রেজয়ান আহমদ, শহিদুল্লাহ সহ আরো অনেক।

বৃক্ষরোপন কর্মসূচীতে মূলাগুল স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ উল্লেখ করে বলেন, অত্র এলাকার সুশীল সমাজের সহযোগিতা ও ভালবাসা নিয়ে এই সংগঠনকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন সংগঠনের নেতৃবৃন্দ। যদি সকলের আন্তরিকতা ও ভালোবাসা পাই তাহলে পর্যায়ক্রমে এই সংগঠনের মাধ্যমে এই মূলাগুলের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে আমরা জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ ও এলাকার অসহায় নির্যাতিত মানুষের অধিকার নিশ্চিত সহ সমাজসেবামূলক কাজ করে যাবো ইনশাআল্লাহ।

   সিলেট এর জনপ্রিয়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেড’র সভাপতি আলাহাজ্ব নাজিম উদ্দিন।

মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।

মুলাগুলের ঐতিহ্যবাহী ডাউকেরগুল মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে, এম এ রহমান জীবন ও আজাদুর রহমান, সহ সভাপতি পদে নির্বাচিত।

মুলাগুল নেসারুল ক্বোরআন হাফিজিয়া ইসলামিয়া ডাউকেরগুল মাদ্রাসার এনামী জলসা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর।

বীর মুক্তিযোদ্ধা সন্তান মিনহাজ আহমদকে “মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ’র” পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেড’র সভাপতি আলাহাজ্ব নাজিম উদ্দিন।

মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।

মুলাগুলের ঐতিহ্যবাহী ডাউকেরগুল মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে, এম এ রহমান জীবন ও আজাদুর রহমান, সহ সভাপতি পদে নির্বাচিত।

মুলাগুল নেসারুল ক্বোরআন হাফিজিয়া ইসলামিয়া ডাউকেরগুল মাদ্রাসার এনামী জলসা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর।

বীর মুক্তিযোদ্ধা সন্তান মিনহাজ আহমদকে “মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ’র” পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান।

৫ইজুন কানাইঘাটে বড় ধরনের চমক দেখাতে পারেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ,কে, এম সামছুজ্জামান বাহার।