১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ডিবি’র অভিযানে তিন চোরাই অটোসহ গ্রেফতার ৩
৪, আগস্ট, ২০২১, ৮:২৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিসঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩ অটো চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩টি চোরাই অটো উদ্ধার করে পুলিশ। মঙ্গলবাার রাতে নগরীর দিঘারকান্দা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ নিয়মিত অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার রাতে ডিবির এসআই আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ দিঘারকান্দা থেকে ০৩টি চোরাই অটোরিক্সাসহ তিন অটোচোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, জেলা সদরের পারাইল গ্রামের ইদ্রিছ আলীর ছেলে মোঃ ফারুক, ত্রিশালের দেওয়ানিয়াবাঘ গ্রামের আঃ ছাত্তারের ছেলে সুমন মিয়া ও আনোয়ার হাসেনের ছেলে মোশারাফ হোসেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। বুধবার তাদেরকে ৫ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ আরো জানান।