ময়মনসিংহ অফিসঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩ অটো চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩টি চোরাই অটো উদ্ধার করে পুলিশ। মঙ্গলবাার রাতে নগরীর দিঘারকান্দা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ও
ডিবির ওসি শাহ কামাল আকন্দ নিয়মিত অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার রাতে ডিবির এসআই আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ দিঘারকান্দা থেকে ০৩টি চোরাই অটোরিক্সাসহ তিন অটোচোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, জেলা সদরের পারাইল গ্রামের ইদ্রিছ আলীর ছেলে মোঃ ফারুক, ত্রিশালের দেওয়ানিয়াবাঘ গ্রামের আঃ ছাত্তারের ছেলে সুমন মিয়া ও আনোয়ার হাসেনের ছেলে মোশারাফ হোসেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। বুধবার তাদেরকে ৫ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ আরো জানান।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল