ষ্টাফ রিপোর্টারঃ ক্রমেই অাইনশৃঙ্খালার অবনতি হচ্ছে। ছিনতাই,মাদকসেবীদের অভয়াশ্রমে পরিণত হচ্ছে ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন। নেই যাত্রীদের নিরাপত্তা। তারই ফলশ্রুতিতে ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে ছিনতাইকারীদের অমানবিক হামলার স্বীকার হয়েছেন এক যুবক। তার নাম আশরাফুল আলম রিয়াদ। ২রা নভেম্বর সন্ধা আনুমানিক ৬টার দিকে ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে ছিনতাইকারীদের হাতে হামলার স্বীকার হয় রিয়াদ! সে ট্রেন যোগে ময়মনসিংহ হইতে গৌরীপুরে নিজ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ষ্টেশনের ৫নং প্লাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলো। এমতাবস্থায় হঠাৎ করে অজ্ঞাত তিন জন ছিনতাইকারী তাকে ঘিরে ফেলে। রিয়াদ কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীদের সাথে থাকা চাপাতি দিয়ে এলোপাথাড়ি মাথায় ও পায়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে রিয়াদের সাথে থাকা মোবাইল ফোন এবং মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় ওরা। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। রেলওয়ে ষ্টেশনে অবস্থানরত অন্যান্য যাত্রীরা আহত যুবক রিয়াদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে । এব্যাপারে ময়মনসিংহ রেলওয়ে থানা অফিসার ইনচার্জ ওসিকে তার মুঠো ফোনে কল করে জানতে চাইলে তিনি ছুটিতে আছেন বলে জানান।