১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর, স্বাস্থ্য স্বাস্ব্য কমপ্লেক্সে ৩০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন সামীউল আলম লিটন।
৯, আগস্ট, ২০২১, ৬:২৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুরঃ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবায় ব্যক্তিগত অর্থায়নে ৩০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডক্টর সামীউল আলম লিটন।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় পাবলিক এক অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়।
ডক্টর সামীউল আলম লিটন বলেন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এই করোনা পরিস্থিতিতে কোভিড রোগীর চিকিৎসায় সবচেয়ে বেশি প্রয়োজন হয় অক্সিজেন। সেই অক্সিজেনের যেন সংকট না পড়ে সেই লক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছি।
অক্সিজেন সিলিন্ডান্ডার হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কদ্দুস, শওকত জাহান মুকুল, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু সাঈদ মোঃ দীন ইসলাম, সদস্য এমএ ওয়াহেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ম নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।