প্রেস বিজ্ঞপ্তি : কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশ উš§ুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের এসএসসি, এইচএসসি ও নিশ প্রোগ্রামের শিক্ষার্থীদের শিখন ফল অর্জন এবং বিকল্প মূল্যায়ন হিসেবে এ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। সরকারি নির্দেশনার আলোকে পুনর্বিন্যাসকৃত সিলেবাসের ভিত্তিতে এসএসসি পর্যায়ের নৈর্বাচনিক বিষয়ে ৮টি করে এবং এইচএসসি পর্যায়ের নৈর্বাচনিক বিষয়ে ৫টি করে এ্যাসাইনমেন্ট স্বহস্তে লিখে সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে জমা দিতে হবে। প্রদত্ত এ্যাসাইনমেন্ট, প্রয়োজনীয় নির্দেশনা এবং পুনর্বিন্যাসকৃত সিলেবাস বাউবি’র ওয়েব পেজ (https://bou.ac.bd/) অথবা (https://bou.ac.bd/index.php/
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল