১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুর পৌর যুবলীগের খাদ্য সহায়তা পাবে পাঁচ শতাধিক পরিবার
১০, আগস্ট, ২০২১, ৬:২৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুরঃ

 

করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে পড়া ময়মনসিংহের গৌরীপুরের পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছে গৌরীপুর পৌর যুবলীগ।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম অতিথি থেকে খাদ্য সহায়তা কর্মসূচির উদ্ধোধন করেন।
পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় খাদ্য সহায়তা কর্মসূচির প্রথম দিন যানবাহন চালক সহ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

গৌরীপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু বলেন বলেন কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় গৌরীপুরে পাঁচ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। সহায়তা পেয়ে কর্মহীন মানুষগুলোর মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই আমাদের পরম পাওয়া।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, পৌর আওয়ামীলীগ নেতা কেনু মিয়া, যুবলীগ নেতা সোহেল রানা খান পাঠান, দিলুয়ার হোসেন দিলু, ছাত্রলীগ নেতা সৈয়দ রাফসান অভি প্রমুখ।