তথ্য প্রতিদিন. কমঃ
ভুমিহীন পুনর্বাসনের দাবীতে গঠিত গলগন্ডা ঢোলাদিয়া জেলা খানার চর ভুমিহীন সমবাই সমিতি লিঃ রেজিষ্ট্রেশন নং১৪৯
অফিস :জেল খানা গোদারাঘাট এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
জাতীয় শোক দিবস ও জাতির পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভূমিহীন সমবায় সমিতির উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল মাক্স বিতরণ ও গণভোজ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা বিকাল ৩ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু আজিবন উপদেষ্টা গোলগন্ডা দোলাদিয়া চর জেলখানা ভূমিহীন সমবায় সমিতি লিঃ মাননীয় মেয়র ময়মনসিংহ সিটি কর্পোরেশন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আলহাজ্ব মোঃ গোলাম রফিক ( দুদু) কাউন্সিল ২নং ওয়ার্ড, মোঃ আসাদু জামান( বাবু) কাউন্সিল ১নং ওয়ার্ড,মোঃ শরিফুল ইসলাম কাউন্সিল ৩নং ওয়ার্ড,মোছাঃ সেলিনা বেগম১,২,৩নং ওয়ার্ড কাউন্সিল ময়মনসিংহ
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলখানা চর ভুমিহীন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আঃ কাদের,
সভাপতিত্ব করেন চর জেলখানা ভুমিহীন সমবায় সমিতির সভাপতি শেখ আবেদ আলী, সার্বিক সহযোগিতা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ,মারুফ হোসেন কমল, সদস্য মোঃ বাচ্চু মিয়া, অনুষ্ঠান পরিচালনা করেন সুমন মিয়া সদস্য সহ সমিতির সকল সদস্যবৃন্দ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল