জহির রায়হান, ময়মনসিংহ :
র্যাব-১৪’র অভিযানে বিপুল পরিমাণ শুল্কবিহীন পন্যসহ ৪ চোরাকারবারি
গ্রেফতার হয়েছে। গত ১৮ আগস্ট ২০২১ খ্রিঃ সকালে নেত্রকোনা জেলার দূর্গাপুর
থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, র্যাব-১৪, ময়মনসিংহের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের
ভিত্তিতে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকায় জনৈক হারুন অর রশিদ
টিনসেড গোডাউনের ভিতর অভিযান পরিচালনা করে চোরাচালানের মাধ্যমে শুল্ক
ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমান বিস্কুট, হরলিক্স, চকলেট, চা, শ্যাম্পু,
সাবান, পেষ্ট, তেল, ক্রিম ও শন্পাপড়িসহ ০৪ জন চোরাকারবারি মোঃ রুবেল
(৩২), মোঃ দেলোয়ার হোসেন ওরফে বিপ্লব (২৩), মনিরুল ইসলাম (২৭), বিশ্বজিৎ
(৪২)কে আটক করতে সক্ষম হয়। তাদের দেহ তল্লাশী করে ০৪টি মোবাইল ফোন জব্দ
করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৭৫,০০,০০০(পঁচাত্তর লক্ষ)
টাকা। উক্ত বিষয়েধৃত আসামীদের বিরুদ্ধে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানায়
মামলা দায়ের করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল