ময়মনসিংহ অফিস:
ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানার নবাগত ওসি জনাব মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম বার) মহোদয়কে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল " তথ্য প্রতিদিন " পরিবার এর পক্ষ থেকে আজ ২১-০৯-২০২১ রোজ শনিবার ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
ময়মনসিংহ রেঞ্জ পুলিশ এর বারবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ( ওসি) হিসেবে পুরস্কারপ্রাপ্ত শাহ্ কামাল আকন্দ'র সাথে সৌজন্য সাক্ষাৎকালে অনলাইন নিউজ পোর্টাল তথ্য প্রতিদিন পরিবার এর পক্ষে উপস্থিত ছিলেন তথ্য প্রতিদিন এর প্রকাশক, দৈনিক আজকের খবর এর স্টাফ রিপোর্টার ও পাক্ষিক প্রথম বাংলা পত্রিকার সহ সম্পাদক মোঃ মারুফ হোসেন কমল,তথ্য প্রতিদিন এর নিবাহী সম্পাদক,আওয়ামী লীগ মনোনীত পলিটিকাল ফেলো ও মাস্টার ট্রেইনার সুৃমন চন্দ্র ঘোষ, তথ্য প্রতিদিন এর চীফ রিপোর্টার ও প্রথম বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ সেলিম মিয়া।
কোতুয়ালী মডেল থানার ওসি সাক্ষাৎকালে তথ্য প্রতিদিন কর্তৃপক্ষকে উষ্ণ অভিভাবন জানান।
ওসি শাহ্ কামাল আকন্দ তার পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন নতুন দায়িত্ব,নতুন চ্যালেঞ্জ। ময়মনসিংহের আইন শৃঙ্খলা রক্ষাসহ সেবাগ্রহীতার দুর্ভোগ লাঘব করে কোতুয়ালী মডেল থানা পুলিশকে জনবান্ধন পুলিশে পরিণত করবো এই আমার অঙ্গীকার। তিনি আরও বলেন,কোতুয়ালী মডেল থানায় মামলা করতে কোন টাকা লাগবেনা। আগামী দিনগুলোতে ময়মনসিংহ জেলা পুলিশের নির্দেশনায় সকল স্টেকহোল্ডারদের সহযোগিতায় ইতিবাচক সেবা উপহার দিবো ইনশাআল্লাহ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল