জহির রায়হান, ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ পরিদর্শক ফারুক আহম্মেদ জানান, ২০ আগষ্ট/২০২১ খ্রি. এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ নগরীর ভাটিকাশর থেকে ১০ গ্রাম হেরোইনসহ মোঃ জহিরুল ইসলাম (৪০)- গ্রেফতার করে। অপর দিকে এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ তারাকান্দার কাশিগঞ্জ উত্তর বাজার থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মানিক মিয়া (৩০), মোঃ সিরাজুল ইসলাম (৩৩), মোঃ মমরুজ আলী (৩৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল