চীফ রিপোর্টারঃ
গাজীপুর জেলা পুলিশ সুপার এস, এম শফিউল্লাহ্ বিপিএম-সেবা এর নির্দেশনায়, মোঃ আমির হোসেন অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা গাজীপুর, এর তত্ত্বাবধানে এসআই কমল সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭২ ক্যান বিয়ারসহ ০৩জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল