জহির রায়হান, ময়মনসিংহ :
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার গাবতলীর কালীবাড়ী বাজার এলাকা থেকে র্যাব-১৪’র অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। ২২ আগস্ট ২০২১খ্রি: ভোরে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২শ’২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
জানা যায়, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গিবাদ, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারকচক্র, অপহরণ, খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার গাবতলী কালীবাড়ী বাজার এলাকা থেকে মোঃ রাজু আহম্মেদের স্ত্রী মোছাঃ এমেলি (২২), হাফিজুল হক ওয়ালিদের স্ত্রী মোছাঃ রিমা বেগম (২৫), মৃত এনামুল হকের স্ত্রী শেফালী (৬০) ও আজিজুর রহমানের পুত্র হাফিজুল হক ওয়ালিদ (২৮)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দেহ তল্লাশী করে ২শ’২০ গ্রাম হেরোইন, ০৩ টি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদের বাড়ি রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায়। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে মুক্তাগাছা থানার বিভিন্ন এলাকায় হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছে। ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ সকল অবৈধ মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে মাদকমুক্ত দেশ গড়তে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল