মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদান্যতায় ময়মনসিংহ মহানগরীর কেওয়াটখালিতে ব্রহ্মপুত্র নদে "কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্প" বাস্তবায়নের জন্য ৩,২৬৩ কোটি ৬৩ লাখ টাকার মেগা প্রকল্প একনেকে অনুমোদন!
ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর নির্মিতব্য অস্ট্রেলিয়ার সিডনি হার্বার ব্রীজের আদলে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজসেতু নির্মাণের প্রস্তাবনায় যেসকল তথ্যের কথা বলা হয়েছে সেগুলো হলোঃ
★ সেতু নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ২৬৩ কোটি ৬৩ লাখ টাকা
★ ধনুকাকৃতির স্টিল আর্চ ব্রীজের দৈর্ঘ হবে ৩২০ মিটার
★ সেতুতে পিলার থাকবে মাত্র ২টি, কফার ড্যাম পদ্ধতির। দুই পিলারে ১৮০ মিটার দৈর্ঘ্যের একটিমাত্র স্প্যান বসানো হবে
★ চার লেনের এই সেতু নির্মাণের সময়কাল ধরা হয়েছে ৪ বছর
★ এপ্রোচ সড়কের দৈর্ঘ্য ৭৮০ মিটার তবে এর সাথে নতুন ৬.২ কিলোমিটার সড়ক নির্মাণ হবে।
★ একই সাথে একটি টোল প্লাজা, ৫৫১ মিটারের একটি সড়ক ওভারপাস এবং ২৪০ মিটারের একটি রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হবে।
★ প্রকল্পের জন্য ৩৩ হেক্টর ভূমি অধিগ্রহণ করা হবে।
★ পুনর্বাসন খাতে খরচ হবে ৯০ কোটি ৭০ টাকা
★ পরামর্শক খাতে ব্যায় ধরা হয়েছে প্রায় ৬০ কোটি টাকা
★ সমীক্ষা প্রতিবেদনে সেতুর আশপাশে প্রতিদিন ১৩ হাজার ২শ যান চলাচলের কথা বলা হয়েছে। সেতুটি নির্মাণ হলে বাংলাদেশ - চীন মৈত্রী সেতুর (শম্ভূগঞ্জ সেতু) উপর গাড়ি চলাচলের চাপ অনেকাংশেই কমে আসবে।
★ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এর ঋণ ও বাংলাদেশ সরকারের অর্থায়ন মিলেই প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
★ তথ্যসূত্র- সড়ক অধিদপ্তর
★ ছবিঃ প্রতীকী
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল