তথ্যপ্রতিদিন. কমঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, এসআই(নিঃ) মোঃ আলাউদ্দিন বাদল অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ নভেম্বর রবিবার রাত ০১.২৫ মিঃ চরপাড়া থেকে ১০৪টি তাস, বিছানার চাদর, নগদ ৮৩৮০-টাকা সহ জুয়ারি ১। মোঃ সেলিম(৩০), পিতা মৃত-আবুল হাশেম সরদার , সাং-১৯ নং বাউন্ডারী রোড, ২। মোঃ খোকন(৩৫), পিতা-মোঃ জিল্লুর রহমান, সাং-কালি বাড়ী এসকে হাসপাতাল, ৩ মোঃ সাইফুল ইসলাম(৩৮), পিতা-মৃত- জনাব আলী সরকার, সাং-আকুয়া,৪। ফারুক আহমেদ(৪৫), পিতা-মৃত-তারা মিয়া, সাং-সানকিপাড়া, ৫। রিপন(৩৫), পিতা-মৃত-আলালউদ্দিন, সাং-পাটগুদাম, সর্ব থানা-কোতোয়ালী, ৬। মোঃ জনাব আলী(৫৫), পিতা-মৃত- আব্দুল হেকিম, ৭। মোঃ শহিদ(৪০), পিতা-মোঃ কুদ্দুস, উভয় সাং-পাকাডি, , ৮। মোসলেম উদ্দিন(৪০), পিতা-মৃত-রজব আলী সাং-টেকের চর, সর্ব থানা-গফরগাঁও, ৯। মোঃ পারভেজ(২৮), পিতা-মৃত-মফিজ উদ্দিন সাং-সাতেঙ্গা, থানা-ভালুকা, ১০। মোঃ আওলাদ হোসেন(২৮), পিতা-আঃ লতিফ সাং-সাতপাই, থানা-গৌরীপুর, সর্ব জেলা-ময়মনসিংহ জুয়া খেলা থেকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোঃ আক্রাম হোসেন, এএসআই(নিঃ) মোঃ মঞ্জুরুল আলম অফিসার ফোর্সসহ ভালুকা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইং ০২ নভেম্বর শনিবার ভালুকা কাশর এলাকা থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি ১।মোঃ রুবেল (২৪), পিতা-মোঃ রমজান আলী ২। মোঃ সবুজ মিয়া (২৫), পিতা-আব্দুর রশিদ উভয় সাং-কাঁশর, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয় ।
এসআই(নিঃ) মোঃ কামরুল হাসান অফিসার ফোর্সসহ হালুয়াঘাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইং ০২নভেম্বর শনিবার
৪ টা১৫ মিঃ হালুয়াঘাট সোমুনিয়াপাড়া চৌরাস্তার মোড় থেকে ০৪ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি ৩। আবু হানিফ (৫৪), পিতা মৃত-চান বক্স, সাং-মুন্সিরহাট বাজার, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।