১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গণমাধ্যম, গৌরীপুর গৌরীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়
২৮, আগস্ট, ২০২১, ২:৪৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুর (ময়মনসিংহ)

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে গৌরীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগষ্ট) দুপুর ১২টায় উপজেলা অফিসার্স ক্লাবে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নিকহাত আরার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাত এ হুর, খামার ব্যবস্থাপক শামীমা সুলতানা, সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আজম জহিরুল ইসলাম, কমল সরকার, হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, মোঃ রইছ উদ্দিন, কাজী আব্দুল্লাহ আল আমিন, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুখ আহাম্মদ, কোষাধ্যক্ষ শামীম খান, আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান, শাহজাহান কবির, রাকিবুল ইসলাম রাকিব, রায়হান উদ্দিন সরকার, সুপক রন্জন উকিল, এইচটি তোফাজ্জল, মোখলেছুর রহমান, হলি সিয়াম শ্রাবণ প্রমুখ।
স্বাগত বক্তব্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাত এ হুর জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী সাংবাদিকদের সামনে তুলে ধরেন।