নাজমুল হক,তারাকান্দাপ্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৪নং গালাগাঁও ইউনিয়ন পরিষদের উপকারভোগীদের মাঝে বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী’র ভাতার কার্ড গতকাল রবিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিতরন করা হয়েছে। গালাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া’র সভাপতিত্বে ভাতার কার্ড বিতরন উদ্বোধন করেন,তারাকান্দার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্ত্তী রনু ঠাকুর।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান সালামা আক্তার কাকন,তারাকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল,ইউপি সচিব ছায়েদুল হক আকন্দ, ইউপি সদস্য মজিবর রহমান,সাহেব আলী,হারিছ উদ্দিন,আবু খায়ের,আব্দুর রাজ্জাক,আনোয়ার হোসেন,আমিনুল হক,সুরুজ আলী,মহিলা সদস্য উম্মে কুলছুম,রুমেছা আক্তার,রহিমা খাতুন প্রমূখ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল