১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, রাজনীতি, সারা বাংলা শোকাবহ আগষ্টে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগ শোকসভা অনুষ্ঠিত হয়।….
২৯, আগস্ট, ২০২১, ৮:৩৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিসঃ

রবিবার বিকালে নগরীর রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেটের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলপুর তারাকান্দা থেকে নির্বাচিত এমপি শরীফ আহমেদ।
সমাবেশ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ।


প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

বিশেষ অতিথি’র বক্তব্য দেন, গৌরীপুর থেকে নির্বাচিত এমপি নাজিম উদ্দিন আহমেদ, গফরগাও থেকে নির্বাচিত এমপি ফাহমি গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান।
সভায় আরোও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত মল্লিক বাবি, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জয়, ময়মনসিংহ জেলা ছাত্র লীগের সভাপতি আল আমিন, মহানগর আহ্বায়ক নওসেল আহমেদ অনি, জেলা সেক্রেটারী হুমায়ুন কবির, মহানগর ছাত্রলীগের তাফসির আরাফাত রাহাত প্রমুখ।

সভাকে সফল করতে দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলা ও নগরীর বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে সর্বস্তরের নেতৃবৃন্দ মিছিল সহকারে উপস্থিত হন।