১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ তারাকান্দায় ইউএনও’র অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ-মাস্কের জন্য জরিমানা-২৫৫০টাকা।।
১, সেপ্টেম্বর, ২০২১, ৬:৪৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

আরিফ রববানী ময়মনসিংহ।।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা শহরের তারাকান্দা বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে প্রায় ৪০কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই সাথে করোনায় জনগণকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে মাস্ক ব্যবহারে উৎসাহী করতেও অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১লা সেপ্টেম্বর) বিকালে এসব কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন এবং মাস্ক ব্যবহার না করায় ও স্বাস্থ্য বিধি না মানায় মাস্কের জন্য ৯ জন কে ২৫৫০ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ।

বিষয়টি নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত জানান, দেশীয় মাছের পোনা ও প্রজণনক্ষম মাছ রক্ষার্থে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের তারাকান্দা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের বিভিন্ন দোকান থেকে সেট কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আগুনে পুড়িয়ে বিনষ্ট করা জালের বাজার মূল্যে প্রায় ৪০,০০০ চল্লিশ হাজার টাকা।অপরদিকে একই সাথে বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক ব্যবহারে উৎসাহী করায় ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে ৯জনকে ২৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় উপজেলা মৎস কর্মকর্তা শাহান নাজনীন সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন

তিনি আরও জানান, তাদের এই অভিযান অব্যাহত থাকবে। করোনা থেকে সুরক্ষিত থাকতে তিনি সকলকে মাস্ক ব্যবহার করার আহবান জানিয়ে চলমান অভিযান সফল করতে উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন ইউএনও মিজাবে রহমত।