চীফ রিপোর্টার = ময়মনসিংহে জেলা রেজিস্ট্রার এর কার্যালয়ে সকল কাজ স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়ে। জেলা রেজিস্ট্রার সরকার লুৎফুল কবির এর দিকনির্দেশনা মতে রেকর্ড শাখায়, সরকারি ফ্রী বাইরে কোন ফ্রি নেওয়া হয় না। দলিলের নকল নিতে আসা গোলাম মোস্তফা, আলী হোসেন এর সাথে কথা হলে তারা বলেন সরকারি ফ্রী নিয়ে দলিলের নকল নিয়েছি। অতিরিক্ত কোন টাকা লাগে নায়। গ্রাহক সেবার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জেলা রেকর্ড রুমের রেকর্ড কিপার সুরঞ্চিত কুমার সরকার দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। জানা যায় গত অক্টোবর মাসে ২৩৩৭ টি নকল সরবরাহ করা হয় এতে রাজস্ব আয় হয় ৮ কোটি টাকা । যা বিগত বছরগুলোতে এক মাসে এত নকল সরবরাহ হয় নাই। রেকর্ড শাখায় সার্বিক কার্যক্রমে গতিশীলতা এনেছেন রেকর্ড কিপার। সেবা প্রার্থীরা দূত সময়ের মধ্যে নকল পাচ্ছেন।